যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলের কাছে বোমা হামলা চালানোর হুমকি দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গাড়িতে এসে ওই ব্যক্তি এই হামলার হুমকি দেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়। ক্যাপিটল পুলিশ টুইট করে জানিয়েছে, পুলিশ ওই ব্যক্তির নাম ফ্লয়েড রয় রোজবেরি।