বাংলাদেশ এবং ফোন হ্যাকিং বা আড়ি পাতার প্রযুক্তির বিষয়টি আবারও সংবাদ শিরোনামে ফিরে এসেছে। ইসরায়েলি দৈনিক হারেৎজের খবরে বলা হয়েছে, আড়ি পাতা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেলব্রাইট মানবাধিকার লঙ্ঘন এবং তথ্য সুরক্ষার বিষয়ে উদ্বেগের কারণে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কাছে তাদের সরঞ্জাম বিক্রি বন্ধ করার কথা জানিয়েছে। ইসরায়েলের আরেকটি প্রযুক্তি প্রতিষ্ঠান এনএসওর ফোনে আড়ি পাতা প্রযুক্তির বেআইনি ব্যবহার নিয়ে যখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে, তার মধ্যেই এই খবর প্রকাশ পেল।