এই সময় ডিজিটাল ডেস্ক: বাঙালির পায়ের নীচে সবসময়ই সর্ষে দানা ঘোরাফেরা করে। আবার উল্টোটাও হয়। সর্ষে দানার প্রভাবেই বাঙালি বেশি ঘোরাঘুরি করে। কিন্তু স্কুল, কলেজ, অফিস, দায়িত্ব, কর্তব্য, সংসার, করোনার কল্যাণে বেড়াতে যাওয়া সবসময় হযে ওঠে না। আবার বেড়াতে হয়তো গেলেন কিন্তু সেখানে বেজায় হই হুল্লোড়। ঘরে বাইরে অফিসে এমনিতেই অশান্তির শেষ নেই। তারপর যদি ঘুরতে গিয়েও একটু শান্তি না মেলে তাহলে আর লাভ কী। অনেকে বেড়াতে যান অ্যাডভেঞ্চার করতে, অনেকে ইতিহাস জানতে, অনেকে প্রকৃতি দেখতে।