কানাডায় অনুষ্ঠিতব্য ২০ সেপ্টেম্বর ৪৪তম জাতীয় নির্বাচনে ‘নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপি’র থেকে এমপি পদে প্রথম বাংলাদেশি নারী হিসেবে লড়বেন ডা. গুলশান আক্তার। তার আসনটি ক্যালগেরির সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে একটি ‘ক্যালগেরি কনফেডারেশন’।
বুধবার পার্টির সরাসরি মনোনয়নে এই আসনের প্রার্থিতা নিশ্চিত করেন ডা. গুলশান। গুলশান আক্তার নির্বাচিত হলে নর্থ আমেরিকার মধ্যে প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিনি ইতিহাস সৃষ্টি করবেন। একইসঙ্গে নির্বাচনে বিজয়ী হলে তিনিই কানাডায় প্রথম বাংলাদেশি নারী এমপি হওয়ার গৌরব অর্জন করবেন।