বেশিরভাগ মানুষ মুখের সৌন্দর্য নিয়ে বেশি সচেতন থাকে। তবে এত যত্ন-আত্তির পরেও মুখে যে সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় তা হলো ব্ল্যাকহেডস। স্ক্র্যাবিং, ফেসিয়াল, ক্লিনিং— কোনো কিছুতেই কাজ হয় না। ব্ল্যাকহেডস থেকেই যায়।
তবে এই সমস্যা দূর করতে পারে ঘরোয়া একটি উপকরণ। তা হলো আলু। অতন্ত্য সহজলভ্য আলু ত্বকের যত্নে দূর্দান্ত কার্যকরী। বিশেষ করে ব্ল্যাকহেডসের সমস্যায়।