অনেকে দাবি করতে পারেন, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি নিরপেক্ষভাবে কর্তব্য পালন করে যাচ্ছে। এক দিন আগে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর জিয়ারতের ঘটনাকে কেন্দ্র করে যে সংঘর্ষ হয়, তাতে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ তিনটি মামলা করেছে। ১৫৩ জন আসামির নামে এবং তিন হাজার বেনামে।
অন্যদিকে বরিশাল সদর উপজেলার ইউএনওর বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশ ও ইউএনও দুটি মামলা করেছে সিটি মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগের ৭০–৮০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে। বরিশালের সদর ইউএনও আরেকটি মামলা করেছেন, যার প্রধান আসামিও সিটি মেয়র।