‘টুঙ্গিপাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠা’

www.bondhushava.com প্রকাশিত: ২০ আগস্ট ২০২১, ১৫:১০

টুঙ্গিপাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠা। ব্রিটিশ সরকারের ষড়যন্ত্র, পাকিস্তানের শোষণ-বঞ্চনা থেকে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ। আমাদের আগামী স্বপ্ন, স্বাধীন বাংলাদেশ। সবকিছুই উঠে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে। ৬ আগস্ট শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ নিয়ে এক ভার্চ্যুয়াল পাঠচক্র অনুষ্ঠানে বন্ধুসভার সদস্যরা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশ নেন।


বন্ধুসভার সদস্যরা জানান, বাঙালির শোকাবহ আগস্ট মাসে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করে একদল বিপথগামী সেনাসদস্য। বঙ্গবন্ধুর জীবনী জানতে ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা ও স্মরণে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি নির্ধারণ করা হয়। পাঠচক্র পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সহসভাপতি জান্নাতুল ফেরদৌস জুঁই। অনুষ্ঠানের শুরুতে তিনি বইয়ের বিশেষ বিশেষ অংশ পড়ে শোনান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us