জালে ধরা পড়ল ১০৭ কেজি ওজনের দুটি ‘গোলপাতা’ মাছ

ডেইলি স্টার প্রকাশিত: ২০ আগস্ট ২০২১, ১৩:৪৪

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জালে ধরা পড়েছে ১০৭ কেজি ওজনের দুটি গভীর সাগরের মাছ। স্থানীয় বাসিন্দাদের কাছে এটি গোলপাতা মাছ নামে পরিচিত। একটি মাছের ওজন ৫৭ কেজি ও অন্যটির ৫০ কেজি।


আজ শুক্রবার দুপুরে গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল নবী দ্য ডেইলি স্টারকে বলেন, এখানে এটি গোলপাতা মাছ নামে পরিচিত হলেও এটি এক ধরনের সেইল ফিশ। সাধারণত গভীর সমুদ্রে এই মাছ দেখা যায়। মাছটি খেতে খুব সুস্বাদু হওয়ায় এর ব্যাপক চাহিদা রয়েছে।


উপজেলার গোলখালী গ্রামের সাগর মাঝি নামে এক মাছ ব্যবসায়ী গতকাল বিকেলে মাছ দুটি গলাচিপা শহরে নিয়ে আসেন। তিনি জানিয়েছেন, বঙ্গোপসাগরের পাশে রামনাবাদ নদীতে মাছ দুটি ধরা পড়েছে। পাঁচ হাজার টাকা মাছ দুটি গলাচিপা বাজারের বরফ ব্যবসায়ী লিকন তালুকদার কিনে নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us