পবিত্র আশুরার দিনে পুরান ঢাকার হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় সংঘটিত বোমা হামলা বিচার ৬ বছরেও খুব বেশি এগোতে পারনি রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের দাবি, দুই আসামির বয়স জটিলতা এবং করোনা পরিস্থিতির কারণে আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় সবকিছু থমকে রয়েছে। তবে তারা আশা করছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সাক্ষ্যগ্রহণ শেষ করে মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে পারবে।
২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে পবিত্র আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা বোমা হামলা চালায়। এতে দুজন নিহত ও শতাধিক আহত হয়। এ ঘটনায় রাজধানীর চকবাজার থানায় পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।