পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া চত্বরে এবার সীমিত পরিসরে মহররমের শোকের মিছিল হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে সরকারের বিধিনিষেধ মেনে এ বছর সংক্ষিপ্তভাবে তাজিয়া মিছিল আয়োজন করা হয়েছে।
এদিকে ভোর থেকে হোসেনি দালান ইমামবাড়ায় আসতে থাকেন ভক্তরা। ইমামবাড়া চত্বর ছোট হওয়ায় অনেকেই ভেতরে ঢুকতে পারেনি। ইমামবাড়ার উত্তর দিকের প্রধান ফটকে দুটি এবং দক্ষিণের গেটে দুটি করোনা প্রতিরোধক জীবাণুনাশক টানেল বসানো হয়েছে। তবে এসব টানেল দিয়ে ঢোকার সময় জীবাণুনাশক স্প্রে বন্ধ ছিল। ইমামবাড়ায় ঢুকলেই প্রথমে পড়ে খোলা মাঠ। সে মাঠেই জড়ো হতে থাকেন তারা।