আগে হল তারপর বিশ্ববিদ্যালয়

দেশ রূপান্তর ড. এম এ মোমেন প্রকাশিত: ২০ আগস্ট ২০২১, ০৮:২০

১৯৫৯-৬৩ ব্যাচের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র (প্রথম যুগে তো বটেই পঞ্চাশের দশকেও এসএম হলে ছাত্রীভুক্ত হতো, ছাত্রী অবশ্য থাকতেন ভিন্ন আবাসনে, শুরুতে হলের নাম ছিল কেবল মুসলিম হল, ১৯৩১-এ হল ভবন তৈরি হওয়ার পর থেকে সলিমুল্লাহ মুসলিম হল, ১৯৭২ থেকে কেবল সলিমুল্লাহ হল) আহবাব আহমেদের হলের স্মৃতি ফিকশন পাঠের আনন্দও দেয়। তার কাছে হল আগে, তারপর বিশ্ববিদ্যালয়। তিনি লিখেছেন : হল ছিল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার মোহন তোরণ। এর ভেতর দিয়ে ঢোকা ছাড়া অন্য কোনো অলিগলি ছিল না। অতএব আমি সর্বপ্রথম হলের এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us