মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা কাজী আরেফ হত্যা মামলায় ফাঁসির আসামি রওশন গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে দলটি। জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে সন্তোষ প্রকাশের পাশাপাশি অন্য পলাতক দণ্ডপ্রাপ্তদের গ্রেপ্তারের দাবিও করেছেন।বুধবার রাতে রাজশাহী থেকে জাসদ নেতা কাজী আরেফ হত্যা মামলায় ফাঁসির আসামি রওশন ওরফে 'আলী' ওরফে ‘উদয় মণ্ডলকে’ গ্রেপ্তার করে র্যাব।