উদ্যোক্তাদের শিল্পায়নে আগ্রহী করতে সারাদেশে প্লট বরাদ্দ দেয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থাকায় এসব শিল্পপ্লট পেতে মুখিয়ে থাকেন শিল্পোদ্যোক্তারা। দেশজুড়ে বিসিকের ১০ হাজারের বেশি প্লটে গড়ে উঠেছে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান। এই মুহূর্তে খালি রয়েছে ৯১৩টি প্লট। দাম বেশি হওয়ায় এখন উদ্যোক্তারা কিছুটা বিমুখ বলে জানা যায়। ৩৬২টি প্লট খালি রয়েছে নতুন গড়ে ওঠা মুন্সিগঞ্জের বিশেষায়িত বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরীতে, যা এখন বরাদ্দযোগ্য।