এই সময় ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে তালিবানি শাসন শুরু হয়েছে। ইতিমধ্যেই ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্য দেশ সেখান থেকে নিজেদের দেশের নাগরিকদের ফেরাচ্ছে। কাবুল সহ অন্য প্রদেশগুলিতে অশান্তির চিত্র দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে তালিবান গোষ্ঠীকে সমর্থন করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ খুরেশি। WION-কে তিনি জানিয়েছেন, অযথাই তালিবানকে ভয় পাচ্ছিলেন আফগানিস্তানের বাসিন্দারা। তাঁর কথায়, ‘তালিবান আসার পর মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে এমনটা অনেকেই মনে করেছিলেন। কিন্তু তেমনটা হয়নি। তালিবান নিজের কথা রেখেছে’। তাঁর সংযোজন, ‘তালিবান ঘোষণা করেছিল যে তাঁরা স্কুল এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলবে। তাঁরা সেই কথা রেখেছে। তাঁরা বলেছিল প্রতিহিংসামূলক আচরণ করবে না।