রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হতে যাওয়া এবারের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ভুটান সরে দাঁড়ানোয় আগে থেকেই নিশ্চিত ছিল, পাঁচ দল নিয়ে এবারের আসর হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। ফলে প্রথম ধাপে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।