ফের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে সমস্যায় কঙ্গনা রানাওয়াত। টুইটার থেকে আজীবনের মতো নির্বাসিত হওয়ার পর মতামত প্রকাশে ইনস্টাই এখন অভিনেত্রীর অবলম্বন। এবার সেই অ্যাকাউন্টেও থাবা। বুধবার ইনস্টাগ্রামে চাঞ্চল্যকর মন্তব্য কঙ্গনার। কন্ট্রোভার্সি কুইনের দাবি, 'বড় আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার' তিনি। হ্যাক করা হয়েছে তাঁর অ্যাকাউন্ট।