বেশি বেতনে পার্লারে কিংবা দোকানে চাকরির কথা বলে ভারতে নারীপাচারের একটি রুট আছে দেশের দক্ষিণ-পশ্চিমের সাতক্ষীরা জেলায়। রুটটি মানবপাচারকারীদের কাছে বেশ জনপ্রিয়। কেননা, এ পথে নৌকায় পাড়ি দেওয়ার সুযোগ আছে। এ কারণেই এটাকে নিরাপদ পথ মনে করে ওরা। সম্প্রতি সেখানে নারীপাচার বেড়েছে আশঙ্কাজনক হারে।
সোমবার (১৬ আগস্ট) দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন রাজধানীর কাওরানবাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে নারীপাচারে জড়িত তিনজনকে গ্রেফতার করে র্যাব-৪। পাচার হওয়া মেয়েকে ফিরিয়ে আনতে এক মায়ের সাহসী পদক্ষেপের সূত্র ধরেই গ্রেফতার করা হয় তাদের।