সিমাহীন অনিয়ম ও দুর্নীতিতে ডুবতে বসা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের স্থাবর-অস্থাবর সম্পদের একটি বড় অংশ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ট্রাস্টের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইন অনুযায়ী সম্পত্তি বিক্রি করতে চাইলে ট্রাস্টি বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন প্রয়োজন হয়। বৈঠকে জানানো হয়, এ বিষয়ে তার সম্মতি পাওয়া গেছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম মিলিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জমি আছে প্রায় ৭০ একর। স্থাবর-অস্থাবর সম্পদের বাজারমূল্য প্রায় আড়াই হাজার কোটি টাকা। অথচ এই পরিমাণ সম্পদ নিয়েও ট্রাস্টের আর্থিক অবস্থা খুবই করুণ। বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে অবদান রাখা তো দূরের কথা, বিপুল সম্পদ থেকে নিয়মিত ব্যয়ের টাকাই জোগাড় করতে পারে না প্রতিষ্ঠানটি।