করোনাভাইরাসের টিকা নিতে আগ্রহী বিদেশগামী শিক্ষার্থীদের নিবন্ধনের আবেদনের জন্য আরও ১০ দিন সময় দিয়েছে সরকার। এতে করে বিদেশে অধ্যয়নরত ও যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা ২৬ অগাস্ট বিকাল ৫টা পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
সোমবার সময় বাড়িয়ে এই বিষয়ক পরিপত্র জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘করোনা সেল’, যাতে বলা হয়েছে ১৭ অগাস্ট থেকে ইমেইলে আবেদন করা যাবে।