ক্যামব্রিজ কারিকুলাম ছেড়ে ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট (আইবি) কারিকুলামে যাচ্ছে রাজধানীর আগা খান স্কুল কর্তৃপক্ষ। এ কারণে তারা উত্তরায় অবস্থিত ‘আগা খান স্কুল’ বন্ধ করে দিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় নতুন করে ‘আগা খান একাডেমি’ চালু করতে যাচ্ছে। স্কুলের বর্তমান শিক্ষার্থীরা চাইলে নতুন এ একাডেমিতে ভর্তি হতে পারবে।
ক্যামব্রিজ কারিকুলাম কেন্দ্রীয়ভাবে যুক্তরাজ্য থেকে পরিচালিত হয়। সব শিক্ষার্থী অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেয়। তাদের পরীক্ষার খাতার মূল্যায়নও হয় কেন্দ্রীয়ভাবে। আর আইবি কারিকুলাম সুইজারল্যান্ডের আইবি ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হয়। তবে 'ও' লেভেলে কেন্দ্রীয়ভাবে কোনো পরীক্ষা হয় না। স্ব স্ব স্কুল নিজেদের মতো করে পরীক্ষা নেয়। এসব কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে ৩৩ বছরের পুরনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আগা খান স্কুল।