এই সময় ডিজিটাল ডেস্ক: সপ্তাহের প্রথমদিনেই সস্তা সোনা। কলকাতা শহরে সোমবার নিম্নমুখী 24 ক্যারট, 22 ক্যারট ও 22 ক্যারট হলমার্কযুক্ত সোনার দাম। সোনার দাম কমলেও, একধাক্কায় ঊর্ধ্বমুখী রপোর দাম। সপ্তাহের প্রথমদিনেই সোনার দাম কমায় খুশির হাওয়া কলকাতার নাগরিকদের মনে।