করোনা মহামারিতে লাখো স্বপ্নপূরণের পথিক আজ যেন দিশেহারা ও ক্লান্ত। যারা ভেবেছিল শিক্ষাজীবন শেষ করে চাকরিতে প্রবেশের মাধ্যমে পরিবারের হাল ধরবে, আজ তারাই চার দেয়ালে বন্দি। করোনাকালে চাকরি পাওয়া তো দূরের বিষয়, চাকরির বিজ্ঞাপনই যেন সোনার হরিণের রূপ নিয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রতি চার যুবকের মধ্যে একজন বেকার রয়েছে। দীর্ঘদিন ধরে চলা মহামারিতে শিক্ষিত যুবকরা একদিকে কর্ম পাচ্ছে না, অন্যদিকে তাদের শিক্ষা ও প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে।
সরকারি চাকরির বিজ্ঞাপন বন্ধ, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই, প্রবাসীদের দেশে ফেরত আসা সব মিলিয়ে কর্মসংস্থানের হযবরল অবস্থা। এমতাবস্থায় তরুণদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে তা বলা কঠিন।