শিল্প-সাহিত‍্য এবং রাজনীতি

নয়া দিগন্ত ফ্লোরা সরকার প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১, ১৪:১৭

শিল্প-সাহিত‍্যে রাজনৈতিক সিনেমা, নাটক, গল্প, উপন‍্যাস, চিত্রকর্ম ইত্যাদি নির্মাণ এবং লেখা হওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয়। কোনো লেখা পাঠককে যত না রাজনীতি সচেতন করে তোলে, তার থেকে আরো বেশি এবং সহজে সচেতন করে তোলে শিল্পকর্মের মাধ‍্যমে।


রাজনীতি বলতে এখানে কোনো বিশেষ দলের সমালোচনা বা কটাক্ষ করাকে বোঝানো হচ্ছে না। যে রাজনীতি মানুষের অকল‍্যাণ ডেকে আনে, মানুষের ক্ষতি করে, মানুষের জীবন জটিল করে তোলে তা বোঝানো হয়েছে। শিল্পের কাজ সত‍্য ও সুন্দর সৃষ্টি করা। সত‍্য অসুন্দর হলেও, সৃষ্টির পর সেটা সুন্দর হতে বাধ‍্য। কারণ যা বাস্তব সেটাই সত‍্য। সত‍্য বা বাস্তবটাই মানুষ দেখতে ও পড়তে পছন্দ করে। বাস্তব থেকেই মানুষ শিক্ষা নিতে পারে। শুধু বাস্তবতাই না, বাস্তব ও বাস্তবতীর্ণ বিষয়গুলো আর্টফর্মে তুলে ধরাও শিল্পের কাজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us