লিবিয়া-ইউরোপে মানব পাচারে ১৮ চক্র সক্রিয়

প্রথম আলো প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১, ০৯:৩৬

লিবিয়া ও ইউরোপে মানব পাচারের নেটওয়ার্ক ঢাকাসহ দেশের ১৫ জেলায় বিস্তৃত। এতে ১৪ চক্রের তিন শতাধিক সদস্য সক্রিয় আছে। লিবিয়ায় সক্রিয় আছে বাংলাদেশি আরও চারটি চক্র। মোট ১৮টি চক্র মিলে লিবিয়া ও ইউরোপে মানব পাচার করছে।


গত বছরের ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে মানব পাচার চক্রের সদস্যরা জিম্মিদশায় রেখে নির্বিচার গুলি চালিয়ে ২৬ বাংলাদেশিকে হত্যা করেন। এ ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে হওয়া ২৫ মামলার তদন্তে এসব তথ্য উঠে এসেছে। এর মধ্যে সম্প্রতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২৪ মামলার অভিযোগপত্র দিয়েছে। এতে মানব পাচার চক্রের ২৮৮ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে চক্রের ১৫৩ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। র‍্যাব এ মামলাগুলোর ছায়া তদন্ত করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us