জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত সব শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। রোববার (১৫ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহীন মাতবরসহ প্রমুখ।
কর্মসূচির বিষয়ে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, বঙ্গবন্ধু আমাদের অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর আহ্বানে আমাদের বাবারা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিল। এই লাল সবুজের পতাকার সম্মান আমাদেরই রক্ষা করতে হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্টে একাত্তরে পরাজিত পাকিস্তানি অপশক্তির দোসররা বঙ্গবন্ধু পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িতদের দোসররা এখনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চলমান রেখেছে। এদের রুখে দিতে রাজপথে সব সময় সোচ্চার থাকবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।