কারাগারে থাকা চিত্রনায়িকা পরীমণি ইস্যুতে একটি সাধারণ ডায়েরি করার পর এবার মামলা করল সিটি ব্যাংক। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছে তারা। মামলায় ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে অনলাইনে অপপ্রচারের অভিযোগ করা হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে গুলশান থানায় মামলাটি করেছেন সিটি ব্যাংকের ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট (হেড অব কোর্ট) গাজী এম শওকত হাসান।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট) সিটি ব্যাংকের ঊর্ধ্বতনদের বিরুদ্ধে চরিত্র হননের কথা বলা হয়েছে।
রোববার (১৫ আগস্ট) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় আসামি ‘অজ্ঞাত’ উল্লেখ করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।