সময় পরাজিত হলেও বঙ্গবন্ধু ও বাংলাদেশ হারেনি

যুগান্তর প্রতীক মাহমুদ প্রকাশিত: ১৫ আগস্ট ২০২১, ১৭:৪৫

ইতিহাস কখনো কখনো বাঁক নিতে গিয়ে থেমে যায়। কখনোবা সোজা যেতে যেতে বন্ধুর পথ অতিক্রম করতে পারে না। সময়ের খোপে খোপে কেউ কেউ বারুদ জ্বালিয়ে সংগ্রাম শানিয়ে তোলে। সেই সংগ্রাম কখনো কখনো সফল আবার কখনও বিফল হয়। তবে যারা সংগ্রাম শানিয়ে তোলে তারা একেকজন ইতিহাসের সন্তান। 


এই বাংলায়ও কালে কালে ইতিহাসের অনেক সন্তান এসেছেন। বাংলায় এসেছেন ক্ষুদিরাম-তিতুমীর-সুভাষ-সূর্যসেন। এসেছেন রবীন্দ্রনাথ-নজরুল-সুকান্ত। এরা ইতিহাসের পরতে পরতে বাংলাকে মুক্ত করার সংগ্রাম শানিয়ে গেছেন। 


কারও কারও লেখনিতে উঠে এসেছে স্বাধীনতা সংগ্রামের কথা। কারও কারও কথায় জেগেছে আন্দোলন। তবে সংগ্রাম শানিয়ে তুলে সেটাকে পূর্ণতা দিয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাংলা ও বাঙালির ইতিহাসের মহানায়ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us