আফগানিস্তানে তালেবান অগ্রযাত্রায় সবচেয়ে বেশি উদ্বেগ আর অনিশ্চয়তায় দেশটির নারীরা। আশঙ্কা, ফিরে আসতে পারে দু'যুগ আগের তালেবান আমলের কড়াকড়ি। মার্কিন সমর্থনপুষ্ট সরকারের ২৫ বছরের শাসনামলে শিক্ষা, কাজের সুযোগ'সহ যেসব অধিকার আফগান নারীরা অর্জন করেছে, তা আবারও খর্ব হওয়ার ভয় তাদের মাঝে। এরইমধ্যে বিভিন্ন শহরে তালেবানদের রোষানলে পড়েছেন আফগান নারীরা।