ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে, দেশ ভাগের বিভীষিকাকে মনে করিয়ে দিতে ১৪ই অগাস্ট দিনটি 'পার্টিশান হররস্ রিমেমব্রান্স ডে' হিসাবে পালন করা হবে।
টুইটারে তিনি লিখেছেন, দেশ ভাগের যন্ত্রণার স্মৃতি কখনও ভোলার নয়। সহিংসতার কারণে বহু মানুষ ছিন্নমূল হয়েছেন, প্রাণ দিয়েছেন।
সামাজিক বিভাজন, হানাহানির যে স্মৃতি দেশের মানুষের মনে গেঁথে গেছে, তা থেকে দেশকে মুক্ত করতেই এই বিশেষ দিবসের ঘোষণা বলে তিনি জানিয়েছেন।