গরু নিয়ে রাজনীতি

নয়া দিগন্ত মাসুম মুরাদাবাদী প্রকাশিত: ১৪ আগস্ট ২০২১, ২০:৩০

মেঘালয় সরকারের বিজেপির মন্ত্রী সানবোর সুল্লাই সম্প্রতি গরু নিয়ে এমন এক বক্তব্য দিয়েছেন, তা যদি অন্য কেউ দিত, তাহলে এখন তো ভারতজুড়ে হইচই শুরু হয়ে যেত। সুল্লাই তার রাজ্যের লোকদের মুরগি, পাঁঠা, খাসি, ভেড়ার গোশত বা মাছের চেয়ে গরুর গোশত বেশি করে খেতে বলেছেন। গত ৩০ জুলাই ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথগ্রহণকারী শীর্ষ বিজেপি নেতা সুল্লাই বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে প্রতিটি ব্যক্তি তার পছন্দের খাওয়ার ব্যাপারে মুক্ত-স্বাধীন।’


তিনি সাংবাদিকদের সামনে বলেন, ‘আমি লোকদের মুরগি, ভেড়া, পাঁঠা, খাসির গোশত বা মাছ খাওয়ার পরিবর্তে গোমাংস বেশি করে খেতে উদ্বুদ্ধ করছি। যাতে করে এ ধারণা দূর হয়ে যায় যে, বিজেপি গোহত্যার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।’ রাজ্যের প্রাণিসম্পদমন্ত্রী সুল্লাই এ নিশ্চয়তাও দিয়েছেন যে, তিনি প্রতিবেশী রাজ্য আসামের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন। যাতে সেখানে আরোপিত নতুন আইনে মেঘালয়ে পশু সরবরাহে কোনো প্রভাব না পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us