বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব। তার আদর্শ ও দর্শন অমর, অক্ষয়। তিনি আমাদের চেতনার জায়গা থেকে সঙ্গ দিয়ে যাচ্ছেন, দিয়ে যাবেন অনন্তকাল। নিরন্তর সাহস ও অনুপ্রেরণা দিচ্ছেন আমাদের বিস্ময়কর উন্নয়ন অগ্রযাত্রায়।
জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক শনিবার (১৪ আগস্ট) যৌথভাবে আয়োজিত ‘চিরঞ্জীব মুজিব’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।