করোনাকালে রাস্তাঘাট যখন ফাঁকা সুনসান তখন পিঠে বড় ব্যাগ নিয়ে তাদের সাইকেল চালাতে দেখা যায় নগরেরে পথে পথে। গাছের ছায়ায় বসে কেউ কেউ একটু জিরিয়ে নিচ্ছেন এমন দৃশ্যও চোখে পড়ে। প্রায় সারাটা দিন ধরেই শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলে তাদের বাহন। সাইকেল, মোটরসাইকেল কখনো পায়ে হেঁটে পণ্য মানুষের বাসায় বাসায় পৌঁছে দিচ্ছেন তারা। করোনাকালে সময়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয় উঠেছেন ‘ডেলিভারিম্যান’।
মাসের বাজার হোক কিংবা ওষুধ কেনা, পিত্জা হোক কিংবা বিরিয়ানি—সবকিছুই তাদের সহায়তায় নিমিষেই চলে আসে বাসার দোরগোড়ায়। করোনা সংক্রমণ ঠেকাতে যখন সবাই ঘরে বন্দি তখন করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে এই ডেলিভারি ম্যানরাই চষে বেড়াচ্ছেন নগরের পথে পথে। দোকানপাট, হাটবাজার, শপিং মল, রেস্তোরাঁ সবকিছুই যখন বন্ধ তখন তারাই হয়ে উঠেছেন পণ্য ঘরে পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম। ক্রেতা-বিক্রেতার যোগসূত্র ঘটিয়েছেন এই ডেলিভারিম্যানরাই।