ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা বাসস্ট্যান্ড-বাজার সড়কটি কয়েক মাস ধরে পানির নিচে। সামান্য বৃষ্টি হলে পানি আরও বেড়ে যায়। পানির কারণে ভোগান্তি পোহাচ্ছে আশপাশের ৩০টির বেশি গ্রামের লোকজন। পানি নিষ্কাশনের পথ না থাকায় এ সমস্যার সৃষ্টির হয়েছে বলে জানান স্থানীয় লোকজন।
এলজিইডি সূত্র ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার খাড়েরা এলাকায় একটি বাসস্ট্যান্ড রয়েছে। ওই বাসস্ট্যান্ড থেকে দেড় কিলোমিটার দূরে খাড়েরা ইউনিয়ন পরিষদের একটি বড় বাজার। সড়কের দুই পাশে রয়েছে খাড়েরা ইউনিয়ন পরিষদ ভবন, দুটি কিন্ডারগার্টেন স্কুল, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কেন্দ্রীয় মসজিদ ও খাড়েরা বাজার।