আফগানিস্তানে একের পর এক প্রাদেশিক রাজধানী দখলে নিচ্ছে তালেবান যোদ্ধারা। এ পর্যন্ত নয়টি প্রাদেশিক রাজধানী চলে গেছে তাদের দখলে। পরিস্থিতি এমন যে, যেকোনো সময় দেশটির রাজধানী শহর কাবুল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
এরই ধারাবাহিকতায় মার্কিন গোয়েন্দারা জানাচ্ছেন, তালেবান যোদ্ধারা ৩০ দিনের মধ্যে রাজধানী শহর কাবুলকে বিচ্ছিন্ন করে ফেলেতে পারে এবং তা দখলে নিয়ে নিতে পারে ৯০ দিনের মধ্যেই। মূলত যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বরাত দিয়ে এ কথা বলেছেন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা।