লকডাউন নামে পরিচিতি পাওয়া বিধিনিষেধ উঠে যাওয়ার পর গতকাল বুধবার প্রথম দিনে সড়কে গাড়ি ও মানুষের ভিড় বেড়েছে। সড়কে বাস ও অন্যান্য গণপরিবহন যোগ হওয়াই বাড়তি ভিড়ের কারণ। ট্রেন, লঞ্চও চলছে। সরকারি অফিস, শপিংমল, বিপণিবিতান পুরোদমে খুলেছে। সর্বত্র কর্মচাঞ্চল্য বেড়েছে। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার শর্তে বিধিনিষেধ উঠলেও এ ক্ষেত্রে রয়ে গেছে বড় ধরনের ঘাটতি।
করোনা সংক্রমণ রোধে ঈদের জন্য মাঝে আট দিন বিরতি দিয়ে ১ জুলাই থেকে ৩৩ দিন 'কঠোরতম' লকডাউন ছিল। তবে সপ্তাহখানেক ধরে এর প্রভাব খুব একটা দেখা যায়নি। অনুমতি না থাকলেও দোকানপাট ও বেসরকারি প্রতিষ্ঠান খুলতে শুরু করেছিল। ফলে গতকাল লকডাউন উঠে যাওয়ার পর জনজীবনে তাই খুব বেশি পরিবর্তন হয়নি। তবে ২১ দিন পর খোলায় গ্রাহকসেবা দেওয়া সরকারি অফিসগুলোতে ছিল উপচে পড়া ভিড়।