চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

কালের কণ্ঠ ইকরামউজ্জামান প্রকাশিত: ১১ আগস্ট ২০২১, ১২:০২

দেশের ফুটবলে ‘পাওয়ার হাউস’ বসুন্ধরা কিংস আবারও বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) উত্কর্ষ ফুটবল খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রিমিয়ার লীগে প্রথমবারের মতো খেলতে নেমে (২০১৮-১৯) পর পর দুই মৌসুমে দাপটের সঙ্গে সুন্দর ফুটবল উপহার দিয়ে লীগ শিরোপা জয় অসাধারণ কৃতিত্ব। এই জয়ের পেছনে আছে দলগত পরিকল্পনা ও শৃঙ্খলিত ফুটবল, খেলোয়াড়দের জয়ের তীব্র ক্ষুধা ও দৃঢ়সংকল্প। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেন দলটিকে অত্যন্ত সফলতার সঙ্গে লড়াইয়ের মানসিকতায় রাঙাতে পেরেছেন বলেই সাফল্য নিশ্চিত হয়েছে। কোচ ইউরোপ ঘরানার ফুটবলে খেলোয়াড়দের সম্ভাবনা ও মেধাকে সম্মিলিতভাবে কাজে লাগাতে পেরেছেন। দল খেলেছে একটি ইউনিট হিসেবে। ক্লাব লীগের মধ্যে খেলোয়াড় পরিবর্তন করে ঝুঁকি নিয়েছে। আর এ ক্ষেত্রে সফলও হয়েছে। পুরো দল মাসের পর মাস একসঙ্গে পরিশ্রম করে অনুশীলন করেছে। ক্লাব কর্তৃপক্ষ খেলোয়াড়দের কোনো কিছুতে কমতি রাখেনি। খেলোয়াড়রা তার প্রতিদান দিয়েছেন। মৌসুমের শুরুতে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন। এরপর লীগ চ্যাম্পিয়ন। এখন আরো অনেক বড় স্বপ্ন দেশের বাইরে। সেটি হলো এএফসি ফুটবলে সাফল্যের স্বাদ। সময় এখন বসুন্ধরা কিংসের পক্ষে। দলের খেলোয়াড়রা উজ্জীবিত, তাঁরা ছন্দে আছেন। তাঁরা নির্ভার। দলটি চাচ্ছে প্রথম আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহণকে স্মরণীয় করে রাখতে। বিশ্বাস করছে তাদের সেই সামর্থ্য আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us