ভিডিও কনফারেন্স বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক কর্মব্যস্ততা গত বছরের তুলনায় চলতি বছরের আট মাসে প্রায় তিনগুণ বেড়েছে। এর কারণ, কোভিড-১৯ মহামারির ফলে বাংলাদেশকে সরাসরি বৈঠক বা যোগাযোগের পরিবর্তে তা অনলাইনে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে করতে হচ্ছে।