করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির খুব একটা উন্নতি নেই। এরমধ্যেই বিধিনিষেধ (লকডাউন) শিথিল করা হয়েছে। ধারণক্ষমতার শতভাগ যাত্রী নিয়ে ১৯ দিন পর আবারও সড়কে চলতে শুরু করেছে গণপরিবহন।
আসন যত যাত্রী তত, এই নিয়মে গণপরিবহন চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে। সেইসঙ্গে আছে ‘অর্ধেক যানবাহন’ চালানোর নির্দেশনা। অর্ধেকের হিসাবটা কীভাবে বের করা হবে তা ঠিক করবে স্থানীয় প্রশাসন।