কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। দিন দিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। মাত্রাতিরিক্ত রোগীর চাপে হাসপাতালগুলোর ব্যবস্থাপনা যেন ভেঙে পড়েছে। নেই আইসিইউ (নিবিড় পরিচর্যাকেন্দ্র) শয্যা, সাধারণ শয্যা এখন সোনার হরিণে পরিণত হয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের (করোনার ভারতীয় ধরন) প্রভাবে বর্তমানে আক্রান্ত রোগীদের প্রধান ভরসা অক্সিজেন। রাজধানীসহ সারাদেশের হাসপাতালগুলোতে অক্সিজেনের জন্য রোগীদের আর্তনাদ, স্বজনদের চিৎকার আর আহাজারি দাগ কেটেছে সবার মনে।
সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, করোনায় আক্রান্ত মা-বাবা বা সন্তানের মুখে মুখ চেপে অক্সিজেন দেওয়ার শেষ চেষ্টা করছেন তার পরমাত্মীয়। একপর্যায়ে অক্সিজেনের লেভেল দ্রুত কমে যাওয়ায় চিকিৎসা দেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন তারা। হাসপাতালের শয্যার জন্য অপেক্ষারত অবস্থায় তীব্র শ্বাসকষ্টেও মৃত্যুকে বরণ করে নিতে দেখা গেছে।