কঠোর লকডাউন শেষে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। অতিরিক্ত চাপ সামলাতে ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে আরও ফেরি চেয়েছে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, লকডাউন শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন ছাড়াও শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের যানবাহনগুলোও দৌলতদিয়া ঘাটে আসায় ভিড় আরও বেড়েছে। আর নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে।