নায়িকা, আন্ডারওয়ার্ল্ড ও মাফিয়াতন্ত্রের কারবার

প্রথম আলো ফারুক ওয়াসিফ প্রকাশিত: ১১ আগস্ট ২০২১, ০৮:৩৪

উপমহাদেশে সিনেমা ইন্ডাস্ট্রি আর আন্ডারওয়ার্ল্ডের মধ্যে জৈবিক সম্পর্ক কিংবদন্তি হয়ে আছে। বলিউড নায়িকা মমতা কুলকার্নি বিয়ে করেন মাফিয়া লিডার বিবেক গোস্বামীকে। সুন্দরী প্রতিযোগী অনীতা আইয়ুবের সঙ্গে সম্পর্ক ছিল কুখ্যাত দাউদ ইব্রাহিমের। অনীতাকে সিনেমার চরিত্রে না নেওয়ার রাগে দাউদ এক পরিচালককে হত্যাও করেন। জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভারতীর মৃত্যু নিয়েও রহস্য আছে।


মন্দাকিনীর সঙ্গেও দাউদ ইব্রাহিমের সম্পর্ক নিয়ে কথা হয়। অনীল কাপুর, সালমান খান, শাহরুখ খানদের মতো বলিউডের রাজাদেরও গোপন জগতের মাফিয়া-কিংদের সঙ্গে যোগাযোগের অভিযোগ বারবারই চাউর হয়েছে। সঞ্চয় দত্ত তো মুম্বাই বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে জেলও খেটেছেন। ছোটা রাজন, ছোটা শাকীল, গুরু সাতমদের নাম অনেক নায়ক-নায়িকার সঙ্গেই জড়িত হয়ে গেছে। বেশির ভাগ ক্ষেত্রে এঁরা বাধ্য হন, আবার কখনো কখনো ভালো ছবিতে কাজ পাইয়ে দিয়ে এঁদের কাছে টানে মাফিয়া মহাজনেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us