পাকিস্তানের যেসব নাগরিক এখন পর্যন্ত করোনা টিকার একটি ডোজও নেননি, তাদের জন্য এবার রেল ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক ডন।
মঙ্গলবার ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির করোনা প্রতিরোধ বিষয়ক সর্বোচ্চ সরকারি সংস্থা ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) সোমবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী এবং এনসিওসির প্রধান আসাদ ওমরের সভাপতিত্বে রোববার বৈঠক করে সংস্থাটি। বৈঠকে সিদ্ধান্ত হয়, যে সব নাগরিক এখন পর্যন্ত করোনা টিকার একটি ডোজও নেননি, তারা আগামী ১ অক্টোবর থেকে ট্রেনে উঠতে পারবেন না।