খুলনায় করোনা কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১০ আগস্ট ২০২১, ১০:১৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মহানগরীর তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার (০৯ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।


খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে তিনজন, জেনারেল হাসপাতালে একজন ও শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।


খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর সদর থানা এলাকার আব্দুল জব্বার (৮২), খালিশপুরের শাহাদাৎ হোসেন (৬৩) ও বটিয়াঘাটার বদরুল রশিদ (৫৯)।


হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২০ জন। যার মধ্যে রেড জোনে ৫১ জন, ইয়ালো জোনে ৩৭ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১২ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us