জাতিসংঘের বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী মোদী। সেই প্রসঙ্গ তুলে নাম না করে চীনকে আক্রমণ করেছেন মোদী।
সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করলেন নরেন্দ্র মোদী। এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী নিরপত্তা পরিষদের বৈঠকের সভাপতির দায়িত্ব সামলালেন। করোনাকালের বৈঠক বলে তা ভার্চুয়ালি হয়েছে।
ওই বৈঠকে যোগ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন, আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন, ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন সহ অন্য দেশের নেতারা। সেখানেই মোদী টেনে আনেন সমুদ্রপথে বাণিজ্যের কথা। সেই প্রসঙ্গেই তিনি বাংলাদেশের প্রসঙ্গ টানেন।