সরকারের ভেতরেও সমালোচনা

সমকাল প্রকাশিত: ১০ আগস্ট ২০২১, ০৯:৪০

প্রাণঘাতী করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই কঠোর বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল বুধবার থেকে অফিস-আদালত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শপিংমল, দোকানপাট, গণপরিবহন, লঞ্চ, ট্রেন- সব চালু হচ্ছে। এর মধ্য দিয়ে জীবনযাত্রা স্বাভাবিক করে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। গণপরিবহন চালানোর নির্দেশনা নিয়ে সরকারের অভ্যন্তরেই সমালোচনা তৈরি হয়েছে। বিধিনিষেধ পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও।


তাদের মতে, উচ্চ সংক্রমণের মধ্যে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত বিজ্ঞানসম্মত নয়। এতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তখন সংক্রমণ ও মৃত্যু আরও বাড়বে।


গত রোববার বিধিনিষেধ তুলে নেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। এর পর আসনের সমসংখ্যক যাত্রী নিয়ে অর্ধেক গণপরিবহন চলবে- এ শর্তটি নিয়ে সরকারের মধ্যেই সমালোচনা দেখা দেয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। গতকাল সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন, 'বিষয়টি আমাদের মন্ত্রণালয়ের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us