দেশে করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশ সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে একটি হচ্ছে করোনা টিকা গ্রহণ। দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভায় টিকা গ্রহণ না করার কারণে পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীদের বেতন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জানান, করোনা টিকা গ্রহণ না করার কারণে ইতোমধ্যে কর্তব্যরত কর্মচারীদের বেতন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা টিকা দিচ্ছেন তাদের বেতন দেওয়া হচ্ছে। এ কার্যক্রম আমাদের চলবে গণটিকা দেওয়ার পরেও যদি কোনো কর্মকর্তা কর্মচারী টিকা কার্ড প্রদর্শন না করে তাহলে সব প্রকার অফিসের কাজ কর্ম থেকে অব্যাহতি দেওয়া হবে।