সবার নখের রং এক হয় না। অনেকেরই নখের রং হলদে বা কালচে রঙের হয়ে থাকে। নখের রং বদলে যেতে পারে অনেক কারণেই। বর্তমানে যদিও অনেকেই পেডিকিউর বা মেনিকিউর করে নখের স্বাভাবিক রং ফিরিয়ে আনেন। তবে কারো কারো ক্ষেত্রে সেটিও সম্ভব হয় না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, নখের রং বদলে গেলো কেন?