কাজাখস্তানের মাঙ্গিস্তো উপদ্বীপে প্রবল খরায় খাদ্য ও পানীয় জলের অভাবে মারা পড়ছে ঘোড়ারা। এর ফলে শত শত কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।মধ্য এশিয়ার দেশটিতে এই গ্রীষ্মে তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছায়। প্রচণ্ড গরমে ঘাস, লতাপাতা সব মরে যাচ্ছে এবং জলাধারগুলো শুকিয়ে যাচ্ছে।