করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর লকডাউনে শুক্রবার ছুটির দিনে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ আগের কয়েক দিনের তুলনায় কম থাকলেও বাজারে বেড়েছে কেনাকাটার ভিড়।
লকডাউনের পঞ্চদশ দিনে ঢাকার প্রধান সড়কে প্রাইভট কারসহ পন্যবাহী কভার্ড ভ্যান কম দেখা গেছে। তবে অলিগলিতে প্রচুর রিকশা চলায় ভিড় রয়েছে বেশ।