বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের কোচ থাকছেন মিসবাহ

পূর্ব পশ্চিম প্রকাশিত: ০৫ আগস্ট ২০২১, ১৮:৫২

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার আলোচনায় এসেছেন মিসবাহ-উল-হক। সর্বশেষ গুঞ্জন ছিল তিনি শীঘ্রই চাকরি হারাতে যাচ্ছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচের দায়িত্বে থাকছেন এই সাবেক ক্রিকেটার। টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল এখন অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজে। ইতোমধ্যেই শেষ হয়েছে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের তিনটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যাক্ত হলে এক ম্যাচ জিতেই সিরিজটি নিজেদের করে নেয় পাকিস্তান। এ প্রসঙ্গে পিসিবি সূত্র বলেছে, ‘মূলত সবাই দেখতে আগ্রহী ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মিসবাহ কিভাবে দলকে পরিচালনা করে। এটা পর্যবেক্ষণ করেই পিসিবি তার দায়িত্ব পুনঃবিবেচনা করেছে।’


 
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us